bn_obs-tn/content/50/10.md

1.5 KiB

যারা শয়তানের লোকজন

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “যারা শয়তানের আজ্ঞাকারী হয়েছিল” বা, “যারা দুষ্টের দ্বারা শাসিত হয়েছিল৷” এটি উল্লেখ করে সেই লোকেদের যারা প্রভু যীশুর উপর বিশ্বাস করেনি কিন্তু দুষ্টতার পথ শয়তানের অনুগামী হয়েছিল৷

এক ভীষন উতপ্ত অগ্নিতে

তা হল, “খুব উত্তপ্ত, জ্বলন্ত আগুন” বা, “খুব বড় অগ্নি৷”

ধার্মিক লোকজন

এটি সেই লোকজনদের উল্লেখ করে যারা খ্রীষ্টের উপর বিশ্বাস করেছিল৷ 50-08-তে দেখুন৷

সূর্যের ন্যায় দীপ্তিতে আলোকিত হবে

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “সূর্যের মত মহিমান্বিত হবে” বা, “যেমন সূর্য তার উজ্জল আলো দেখায় তেমনি তারা তাদের সদগুণ প্রদর্শিত করবে৷”