bn_obs-tn/content/50/07.md

1.4 KiB

(যীশু কাহিনীটি বলা বহাল রাখলেন৷)

কি জানি তোমরা ভালো গমের চারাও তুলে ফেলবে

তা হল, “তোমরা না জেনে ভালো গমের চারাও তুলে ফেলবে৷” গমের চারা ও শ্যামা ঘাসের চারার মধ্যে পার্থক্য করাটা খুবিই কঠিন, আর গমের একটিও চারা না তুলে শ্যামা ঘাসের চারা তুলেফেলে দেওয়া একটি অসম্ভব ব্যাপার৷

ফসল পাকা পর্যন্ত

তা হল, “সে সময় পর্যন্ত যখন ফসল কাটার জন্য প্রস্তুত না হয়” বা, “যতক্ষণ না গমের চারা পেকে কাটার জন্য বৃদ্ধি না পায়৷”

গম

তা হল, “গমের দানা৷”

সঞ্চয় ঘরে

এটি সেই গৃহকে উল্লেখ করে যেখানে গমের দানাগুলোকে মজুত আর সঞ্চয় করা হয়৷ এটাকে “সঞ্চয়গৃহ”ও বলা যেতে পারে৷