bn_obs-tn/content/50/05.md

1.1 KiB

ভালো বীজ

এই বীজটি ছিল গম৷ যদি এই ধরনের বীজ আপনার ভাষায় না জানা থাকে তাহলে এমন একটি বীজ নির্বাচন করুন যাকে সাধারনত “বীজ” বলা হয়৷ যদি কোনো সাধারণ শব্দ না থেকে থাকে, তাহলে কোনো ধরনের শস্য বীজ নির্বাচন করতে পারেন, যেমন, “ধানের মত ভালো বীজ৷”

শ্যামা ঘাস

শ্যামা ঘাস যা লাগানো হয়েছিল তা বড় বড় ঘাসের মত হয় কিন্তু খাওয়া যায় না৷ সেগুলো হল আগাছা৷

গম

তা হল, “গমের দানা৷” গমের গাছও বড় বড় ঘাসের আকৃতির হয়৷ এর দানা হয় যা লোকেরা খাদ্য হিসেবে ব্যবহার করে৷