bn_obs-tn/content/50/04.md

1.4 KiB

মালিকের চেয়ে মহান নয়

তা হল, “বেশি গুরুত্বপূর্ণ নয়” বা, এই ক্ষেত্রে, “তাকে আরো বেশি মূল্য দেওয়া নয়৷”

আমার নামের জন্য

তা হল, “যেহেতু তোমরা আমার আজ্ঞাকারী” বা, “যেহেতু তোমরা লোকেদের আমার বিষয়ে শিক্ষা দাও” বা, “কেননা তোমরা আমার৷”

এই জগতে

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “এই জীবনকালে৷”

আমার প্রতি বিশ্বাসযোগ্য থাক

তা হল, “আমার আজ্ঞাকারী থেকো৷”

অন্তিম পর্যন্ত

তা হল, “তোমার জীবনের শেষ সময় পর্যন্ত৷”

তোমরা উদ্ধার পাবে

এটি আত্মিক উদ্ধারকে উল্লেখ করছে শারীরিক উদ্ধারের বিষয়ে বলছে না৷ এটি প্রথমেই বলা হয়েছে যে বহু বিশ্বাসীদের উৎপীড়ন করা হবে বা হত্যা করা হবে৷