bn_obs-tn/content/50/03.md

1.4 KiB

শিষ্য বানাও

এর অর্থ এই যে, “আমার শিষ্য হতে লোকেদের সাহায্য কর৷”

ফসল কাটার জন্য প্রস্তুত

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, তাদের ঈশ্বরের কাছে আনার জন্য তারা মাঠের পাকা ফসলের মত প্রস্তুত” বা, “তাদের একত্র করার জন্য আর ঈশ্বরের কাছে তাদেরকে আনার জন্য তারা মাঠের ফসলের মত পেকে প্রস্তুত৷”

চাষের জমি

এই অভিব্যক্তিটিতে, “চাষের জমি” প্রতিনিধিত্ব করে পৃথিবীর লোকজনদের৷

পেকে

“পাকা” শব্দটি এখানে উল্লেখ করছে যীশুর উপর বিশ্বাস করতে তৈরী৷

ফসল

“ফসল” এখানে ঈশ্বরের কাছে লোকেদের যীশুর বিষয়ে শিক্ষা দিয়ে নিয়ে আসার কাজটিকে নির্দেশ দিচ্ছে৷