bn_obs-tn/content/49/12.md

1.4 KiB

ভালো কর্ম আপনাকে উদ্ধার দিতে পারবে না

তা হল, “ভালো কর্ম আপনাকে আপনার পাপ থেকে উদ্ধার দিতে পারবে না” বা, “আপনি এমন কোনো ভালো কাজ করতে পারেন না যা আপনাকে আপনার পাপের দোষ থেকে বাঁচাতে পারে৷”

আপনার পাপ ধুতে পারেন

তা হল, “সম্পূর্ণরূপে আপনার পাপ সরাতে পারেন” বা, “আপনার পাপ নিতে পারেন আর আপনাকে শুদ্ধ করতে পারেন৷ এটি উল্লেখ করছে যে ঈশ্বর লোকেদের আত্মা থেকে তাদের পাপ সম্পূর্ণ রূপে সরিয়ে শুদ্ধ করছেন৷ এটি শারীরিক শুদ্ধিকরণকে বোঝাচ্ছে না৷

আপনার বদলে

তা হল, “আপনার জায়গায়৷”

তাকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “পুনরায় জীবিত করেছেন৷”