bn_obs-tn/content/49/09.md

1.3 KiB

তার একমাত্র পুত্রকে দিয়ে দিলেন

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “পাপের বলির জন্য জগৎকে তার একমাত্র পুত্রকে দিয়ে দিলেন” বা, “আমাদেরকে আমাদের পাপের বলির জন্য তার একমাত্র পুত্র দিয়ে দিলেন৷”

যে কেউ

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “যে কেউ বিশ্বাস করে৷”

যে কেউ যীশুর উপর বিশ্বাস করে সে তার পাপের জন্য দণ্ডিত হয় না, কিন্তু ঈশ্বরের সাথে চিরকাল বেঁচে থাকে

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “যখন কেউ যীশুর উপর বিশ্বাস করে, ঈশ্বর সেই ব্যক্তিকে তার পাপের দণ্ড দেবেন না, কিন্তু ঈশ্বরের সাথে অনন্তকাল থাকতে অনুমতি দেবেন৷”