bn_obs-tn/content/48/04.md

1.4 KiB

শয়তানের মাথা বিনষ্ট করবে

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “শয়তানের মাথায় পা রাখবেন আর তা থেতলে দেবেন” বা, “শয়তানের মাথাটিকে পা দিয়ে ছিন্নভিন্ন করবেন৷” এই চিত্রটি ঠিক তেমন হবে যেমন একটি ব্যক্তি তার পা দিয়ে সাপের মাথা থেঁতলে দেয়৷ যদি মাথাটি নষ্ট হয়ে যায় তাহলে সাপটি মারা যায় এবং তখন আর ক্ষতিকারক থাকে না৷

তার গোড়ালি বিনষ্ট করবে

এটি হল তেমন একটি চিত্র, একটি সাপ একটি ব্যক্তির পায়ে কামড় দেয়৷ এই ক্ষেত্রে, শয়তান খ্রীষ্টকে কষ্ট দেবে কিন্তু তাকে ধ্বংস করতে পারবে না৷

তাকে পুনরায় পুনরুত্থিত করবেন

তা হল, “তাকে পুনরায় জীবিত করবেন৷”