bn_obs-tn/content/48/01.md

1.2 KiB

ঈশ্বর পৃথিবীর রচনা করেন

তা হল, “ঈশ্বর জগৎকে “কিছু

উৎকৃষ্ট

তা হল, “যেমনটি হওয়া উচিত ছিল” তেমনটিই হল যা ঈশ্বর চেয়েছিলেন৷

পাপ ছিল না

কিছু কিছু ভাষায় “পাপ” বিষয়টি একটি জিনিসরূপে অবিব্যক্ত নাও হতে পারে, কিন্তু তা একটি কার্য্য রূপে ব্যক্ত হতে পারে৷ তেমন পরিস্থিতিতে এটিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “কেউ পাপ করে নি” বা, “লোকেরা পাপ করত না” বা, “কোনো দুষ্টতার কার্য হয়নি৷”

অসুখ আর মৃত্যু ছিল না

তা হল, “কেউ অসুখে পরেনি আর কেউ মারা যায়নি” বা, “তারা অসুস্থ্য হয়নি আর মরে নি৷”