bn_obs-tn/content/47/11.md

1.8 KiB

উদ্ধার পেতে আমাকে কি করতে হবে?

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “আমার পাপ থেকে উদ্ধার পেতে” বা, “যেন ঈশ্বর আমাকে আমার পাপ থেকে আমাকে উদ্ধার করেন৷” প্রশ্নটি ঈশ্বরের যিনি ভূমিকম্প করিয়েছেন তার কাছ থেকে দণ্ডিত হওয়ার থেকে উদ্ধার পাওয়াকে উল্লেখ করে৷

প্রভু যীশুর উপর বিশ্বাস করুন

এটি জেলারকে আর তার পরিবারকে বলা হয়েছে, যারা সকলে বিশ্বাস করল আর বাপ্তিস্ম নিল৷ কিছু কিছু ভাষায় এমনভাবে বলা হয়ে থাকতে পারে যে সকলকে পৌলই ভাষণ দিচ্ছেন৷

আপনি আর আপনার পরিবার উদ্ধার পাবে

এটিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “ঈশ্বর আপনাকে আর আপনার পরিবারকে আপনাদের পাপের অনন্তকালের দণ্ড থেকে রক্ষা করবেন৷” নিশ্চিত হন যে এটা স্পষ্ট হয় যে উদ্ধার বা রক্ষা পাওয়া এখানে আত্মিক উদ্ধারকে উল্লেখ করছে, ভৌতিক উদ্ধারকে নয়৷