bn_obs-tn/content/46/07.md

708 B

নগরের দরজায়

দেওয়ালে ঘেরা নগরগুলোতে ঢোকার বা বাইরে যাওয়ার সাধারণ পথ ছিল এই দরজাগুলো৷

এক ঝুড়িতে করে তাকে নগরের প্রাচীর থেকে নামিয়ে দেন তারা

অন্যভাবে এটিকে বললে তা হবে, “তাকে একটি বড় ঝুড়িতে বসতে সাহায্য করেছিল আর নগরের দেওয়ালের উপর থেকে ঝুড়ি সমেত তাকে নামিয়ে দিয়েছিল৷”