bn_obs-tn/content/41/04.md

1.3 KiB

ভয়ংকর ভূমিকম্প হল

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “হিংস্রক ভূমিকম্প” বা, “স্বজরে ভূমি নড়লো৷” কিছু কিছু ভাষায় এটিকে এভাবেও বলা হতে পারে, “ভূমি হিংস্রক ভাবে নড়া আরম্ভ করল৷”

উজ্জল জ্যোতির ন্যায়

তা হল, “যার আবির্ভাবটি বিদ্যুৎ আলোকের মত উজ্জল ছিল৷”

মরার মত হয়ে মাটিতে পরে গেল

তারা মরল না, কিন্তু তারা নড়াচড়া করতে পারল না, বা, মৃত ব্যক্তিদের মত নড়াচড়া করতে পারল না৷ সম্ভবত তারা ভয়ে অজ্ঞান হয়ে পরেছিল৷ এটিকে স্পষ্ট করতে, এটিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “হঠাৎ ভূমিতে পরে গেল আর নড়াচড়া করতে পারল না৷”