bn_obs-tn/content/41/02.md

1.0 KiB

তারা কবরের মুখের পাথরের উপর মোহর লাগলো

তা হল, “ধার্মিক নেতারা আর সৈন্যরা লাগলো৷”

পাথরের উপর মোহর লাগলো

তারা কিছু নরম পদার্থ যেমন কাঁদা বা মোম পাথরের ফাঁকে ফাঁকে লাগালো আর তার উপর সরকারী সীলমোহর লাগলো৷ যদি কেউ পাথরটিকে সরায়, তাহলে সেই পদার্থ ভেঙ্গে যাবে আর দেখাবে যে কেউ কবরে প্রবেশ করেছিল৷ এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “লোকেদের সেটিকে সরাতে বাধা দেওয়ার জন্য পাথরের উপর একটি চিহ্ন ছিল৷”