bn_obs-tn/content/40/08.md

866 B

তার মৃত্যুর দ্বারা

তা হল, “মৃত্যুর মাধ্যমে” বা “মরার দ্বারা৷”

একটি পথ খুলে দিলেন

তা হল, “তা সম্ভব করলেন৷”

ঈশ্বরের কাছে আসার

তা হল, “ঈশ্বরের নিকটে আসার” বা, “ঈশ্বরের কাছে যাওয়ার” বা, “ঈশ্বরের নিকট যাওয়া” বা, “ব্যক্তিগতভাবে ঈশ্বরকে জানা৷” পর্দা ছিড়ে যাওয়াটা প্রদর্শন করে যে ঈশ্বরের ও লোকেদের মধ্যেকার বাঁধাটি সরিয়ে নেওয়া হয়েছে৷