bn_obs-tn/content/40/03.md

1.3 KiB

যীশুর কাপড়ের জন্য গুলিবাঁট কোরল

তা হল, “যীশুর কাপড় জেতার জন্য লটারির মতন একটি খেলা খেললো৷” আমরা জানি না যে তারা তা কি করে করেছিল, কিন্তু কিছু কিছু সংস্কৃতিতে এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “পাথরগুলোকে ভূমিতে ফেলল যীশুর পোশাক জেতার জন্য” বা, “কাঠির নির্বাচন করল নির্ণয় করতে যে কে যীশুর পোশাক নেবে৷”

তখন একটি ভাববাণী পূর্ণ হল যেটিতে বলা হয়েছিল

তা হল, “তারা তাই করল যা বহু সময় পূর্বে শাস্ত্রে লেখা হয়েছিল , যে খ্রীষ্টের সাথে কি কি ঘটবে” বা, “তারা তাই করল যা একটি ভাববাদী বহু সময় পূর্বে লিখেছিলেন৷