bn_obs-tn/content/39/10.md

1.1 KiB

আপনিই বললেন

তা হল, “আপনি সঠিক বলেছেন৷”

আমার রাজ্য পৃথিবীর সাম্রাজ্যের মত নয়

তা হল, “আমার রাজ্য পৃথিবীর রাজ্যগুলোর মত নয়৷”

আমার চাকরেরা আমার হয়ে লড়ত

তা হল, “আমার শিষ্যেরা আমার হয়ে লড়ত” যেন আমি আমার রাজ্য স্থাপন করতে পারি৷

আমার কথা শুনবে

এটিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “আমার শিক্ষা শুনত আর আমার আজ্ঞাকারী হত৷ এটি কেবল যীশুর কথা শোনাই নয় বরং তা পালন করাকেও অন্তর্ভুক্ত করে৷

সত্য কি?

তা হল, “কেউ কি জানে যে সত্যটি কি?”