bn_obs-tn/content/39/09.md

938 B

রোমান রাজ্যপাল

তা হল, “রোমান সরকারের অধিকারী৷” রোমান সরকার পীলাতকে ইস্রায়েলের যিহুদা অঞ্চলের উপর শাসন করতে নিযুক্ত করেছিলেন৷

তাকে মৃত্যু দন্ড দেবেন

রাজ্যপালরূপে, যীশুকে মৃত্যু দণ্ড দেওয়ার আর তাকে ক্রুশে চরানোর জন্য, অথবা স্বতন্ত্র করে ছেড়ে দেওয়ার অধিকার পীলাতের কাছে ছিল৷ ইহুদি নেতাদের কাছে কোনো অধিকার ছিল না কাউকে হত্যা করার বা মৃত্যু দণ্ড দেওয়ার৷