bn_obs-tn/content/37/10.md

866 B

লাসার জীবিত হয়ে বেরিয়ে এলো!

কিছু কিছু ভাষায় বলা হয়ে থাকতে পারে যে, “কবর থেকে বেরিয়ে এলো৷”

কবরের কাপড়ে

তা হল, “কবরের সময়ে পরিহিত বস্ত্র৷” এটিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “কবরের ব্স্ত্র” বা, “ফিতে জাতীয় কাপড়৷”

এই চমৎকারের জন্য

তা হল, “যেহেতু ঈশ্বর এই মহান চমৎকারটি করেছিলেন” বা “কারণ প্রভু যীশু লাসারকে পুনরায় জীবিত করেছিলেন৷”