bn_obs-tn/content/37/08.md

1.0 KiB

আমি কি তোমাদের বলি নি?

তা হল, “স্মরণ কর যে আমি তোমাকে বলেছিলাম৷” প্রভু যীশু উত্তর পাওয়ার জন্য প্রশ্ন করছেন না, তাই কিছু কিছু ভাষায় এটিকে একটি আদেশ রূপে অনুবাদ করা হয়ে থাকতে পারে৷

ঈশ্বরের মহিমা দেখবে

তা হল, “ঈশ্বরের মহিমা প্রদর্শিত হতে দেখবে” বা, “দেখবে যে ঈশ্বর প্রকাশ করছেন যে কত মহান তিনি৷”

পাথরটিকে সরিয়ে দিল

কিছু কিছু ভাষাতে বলা হয়ে থাকতে পারে যে, “কবরের দরজার মুখটি থেকে পাথরটিকে দূরে সরানো হল৷”