bn_obs-tn/content/37/03.md

925 B

সে ভালো হয়ে উঠবে

শিষ্যেরা এই ইঙ্গিতটিকে এই অর্থে বুঝেছিল যে, “আমাদের সেখানে যাওয়ার এখন তেমন কোনো প্রয়োজন নেই, যেহেতু সে ভালো হয়ে যাবে৷”

আমি আনন্দিত যে

এটিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “আমি আনন্দিত” বা, “এটি ভালো যে৷” এর অর্থ এ নয় যে তিনি আনন্দিত ছিলেন যে লাসার মারা গিয়েছেন, কিন্তু তিনি আনন্দিত ছিলেন যেহেতু ঈশ্বর দেখাতে চলেছিলেন যে তিনি কতই না মহান৷