bn_obs-tn/content/35/13.md

1.5 KiB

(যীশু কাহিনী বলা বহাল রাখলেন৷)

আনন্দ করাটা আমাদের প্রয়োজন

তা হল, “এটি করাটা আমাদের পক্ষে সঠিক” বা, “আমাদের জন্য এমন করাটাই ঠিক৷”

তোমার ভাই

বড় ছেলেটিকে তার ছোট ছেলেটির সাথের সম্পর্কটিকে আর তাকে তার ছোট ভাইকে কিভাবে স্নেহ করা দরকার তা স্বরণ করিয়ে দিতে পিতাটি তার ছোট ছেলেটিকে “তোমার ভাই” সংবোধন করে উল্লেখ করেছেন৷ ভাই মরে গিয়েছিল, কিন্তু সে এখন জীবিত- আপনি 35-09তে এটিকে কিভাবে অনুবাদ করেছেন তা দেখুন৷ সে হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন তাকে আমরা পেয়েছি!- আপনি 35-09তে এটিকে কিভাবে অনুবাদ করেছেন তা দেখুন৷

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷