bn_obs-tn/content/34/10.md

1.5 KiB

তাকে ধার্মিক ঘোষণা করেছেন

তা হল, “তাকে একজন ধার্মিক ব্যক্তি গন্য করা৷” যদিও সেই করগ্রাহী একজন পাপী ছিলেন, তার নম্রতা ও অনুতাপের জন্য ঈশ্বর তার উপর দয়া করলেন৷

নম্র করবেন

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “নিচু স্থরের স্থান দেওয়া” বা, “তাকে আর গুরুত্বপূর্ণ না রাখা৷” এটিকে রূপক হিসেবে অনুবাদ করা যেতে পারে যেমন, “নিচে নামানো হবে৷”

উচ্চ করবেন

তা হল, “তাকে উচ্চ স্থান দেওয়া হবে” বা, “সন্মান দেওয়া হবে৷”

নিজেদের নম্র করে

তা হল, “নম্র পদ্ধতিতে বিশ্বাস করা বাছাই করা” বা, “নিজ বিষয়ে নম্রতার প্রকৃতিতে আচরণ করা৷”

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷