bn_obs-tn/content/34/04.md

782 B

(যীশু অন্য একটি কাহিনী বললেন৷)

গুপ্তধন

তা হল, “খুব মূল্যবান বস্তু সকল৷”

তা লুকিয়ে রাখল

আরো যোগ দেওয়া সম্ভব যে, “যেন অন্য কেউ তা না খুঁজে পায়৷”

আনন্দে ভরে গেল

অন্যভাবে এটাকে বললে, “খুবই আনন্দিত হল” বা, “উত্তেজিত হয়েছিল৷”

সেই জমিটি ক্রয় করল

কেউ কেউ হয়ত যোগ করতে পারে যে, “যেন সেই গুপ্তধন তার হয়ে যায়৷”