bn_obs-tn/content/33/07.md

1.1 KiB

(প্রভু যীশু কাহিনীটিকে বর্ণনা করা বহাল রাখলেন৷) পাথরময় ভূমি

33-03-তে দেখুন আপনি এই শব্দটিকে কিভাবে অনুবাদ করেছেন৷ এক ব্যক্তি- 33-06-তে দেখুন আপনি এই তুলনামূলক শব্দটিকে কিভাবে অনুবাদ করেছেন৷

আনন্দের সাথে গ্রহণ করে

তা হল, “আনন্দের সাথে এটিকে বিশ্বাস করে” বা, “আনন্দের সাথে এটিকে গ্রহণ করে যে এটি সত্য৷”

সে শুকিয়ে মারা যায়

তা হল, “ঈশ্বরের অনুকরণকারী বা আজ্ঞাকারী আর থাকে না” বা, “ঈশ্বরের অনুকরণকারী বা আজ্ঞাকারী হওয়া বন্ধ করে৷”