bn_obs-tn/content/29/04.md

1.4 KiB

(যীশু কাহিনী বলা বহাল রাখলেন৷)

তার হাঁটুতে এলো

তা হল, “ভূমিতে হাঁটু পেতে তাড়াতাড়ি মিনতি করলো৷” এটি ছিল তার নম্রতা দেখাবার একটি পদ্ধতি আর তার ইচ্ছে ছিল যেন রাজা তাকে সাহায্য করেন৷” নিশ্চিত হন যেন তিনি খত হয়ে পরে যান নি৷

রাজার সামনে

এর অর্থ হল, “রাজার সম্মুক্ষে৷”

করুনা হল

তা হল, “সহানুভূতি হল” বা, “বা তার দুঃখ হল৷” রাজা জানতেন যে সেই চাকর আর তার পরিবারকে যদি তিনি বিক্রয় করেন তবে তারা খুবই কষ্ট পাবে৷

তার সকল দেনা ক্ষমা করলেন

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “বললেন যে চাকরটিকে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই যা তিনি রাজার কাছে ঋণ নিয়েছিল৷