bn_obs-tn/content/28/04.md

1.4 KiB

আপনি

যদি আপনার ভাষায় “আপনার” শব্দটির জন্য কোনো অন্য শব্দ থেকে থাকে তাহলে তার ব্যবহার করতে পারেন (যেহেতু ইংরেজি শব্দ you বা ইউ একবচন ও বহুবচনের হয়ে থাকে)৷ যীশু সেই একটি ব্যক্তিকে নির্দেশ দিচ্ছিলেন৷

সিদ্ধ

তা হল, “ সম্পূর্ণভাবে ধার্মিক৷”

আপনার যা কিছু বিষয়বস্তু আছে

তা হল, “তোমার সকল সম্পত্তি৷”

সম্পত্তি

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “ধন” বা, “প্রচুর সম্পদ৷”

স্বর্গে

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “স্বর্গীয় স্থানে যখন আপনি সেখানে পৌঁছাবেন৷” এই সম্পদ স্থায়ী থাকবে “সেখানে,” সেই সম্পদের বিপরীতে যীশু বলছেন যা সেই অল্প বয়সী লোকটির কাছে ছিল “এখানে৷”