bn_obs-tn/content/27/01.md

2.2 KiB

একদিন

এই বাক্যাংশটি একটি ঘটনার পরিচয় দেয় যা অতীতে ঘটেছিল, কিন্তু যার নির্দিষ্ট সময় বলা হয়নি৷ কিছু কিছু ভাষায় একই রকম মাধ্যম প্রয়োগ করা হয় একটি সত্য কাহিনী আরম্ভ করার জন্য৷

ইহুদি ব্যবস্থার নিপুন

এই ব্যক্তিটি ছিলেন একজন যিনি ইস্রায়েলীয়দের ঈশ্বরের নিয়ম

যীশুকে পরীক্ষা করতে

তা হল, “এটি দেখতে যে যীশু সঠিক উত্তর দেন কি না৷”

অনন্ত জীবন পাওয়ার

তা হল, “ঈশ্বরের সাথে অনন্তকালের জীবন বাঁচা” বা, “যেন ঈশ্বর আমাকে অনন্তকাল জীবন দেন” বা, “ঈশ্বরের তরফ থেকে অনন্তকালের জীবন গ্রহণ করা৷” আইনজীবী এ বিষয় জানতে চেয়েছিলেন ঈশ্বর পিতার কাছ থেকে যে তিনি কিভাবে অনন্তকালের জীবন পাওয়ার যোগ্য হতে পারেন৷

অনন্ত জীবন

এটি উল্লেখ করে মৃত্যুর পর ঈশ্বরের সাথের চিরকালের জীবনকে৷ মুখ্য টীকামন্তব্যের পৃষ্টাটিকে দেখুন৷

ঈশ্বরের বাক্যে কি লেখা আছে?

তা হল, “এ সম্বন্ধে ঈশ্বরের নিয়মে কি লেখা আছে?” যীশু এই প্রশ্নটি করলেন কারণ তিনি জানতে চেয়েছিলেন যে লোকটি ঈশ্বরের নিয়মে কি শেখায় তার বিষয়ে কি চিন্তা করে৷