bn_obs-tn/content/26/06.md

1.0 KiB

ইলীশায়

ইলীশায় হলেন ঈশ্বরের ভাববাদী যিনি এলিয়ের পরে এসেছিলেন৷ এলিয়ের ন্যায়, ইলীশায়ও ইস্রায়েলের রাজাদের ভর্ৎসনা করেন যারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছিল আর তিনি চমৎকার করেছিলেন যেমন ঈশ্বর তাকে শক্তি দিয়েছিলেন৷

সেনাপতি

তা হল, “একজন ফৌজি নায়ক৷”

তারা তার প্রতি ক্রুদ্ধ হল

ইহুদিরা শুনতেই চাইত না যে ঈশ্বর তাদের ছাড়া অন্য কোনো মানুষ জাতিদের আর্শিবাদ করেছেন, তাই তারা যীশু যা বলেছিলেন তাঁর প্রতি ক্রুদ্ধ হয়েছিল৷