bn_obs-tn/content/26/03.md

1.3 KiB

গরিবদের সুসমাচার ঘোষণা করতে

তা হল, “গরিব ও অভাবে পরা লোকেদের সুসমাচার শোনানো যে ঈশ্বর তাদের সাহায্য করবেন৷”

বন্দিদের স্বাধীনতা দিতে

তা হল, “অন্যায়ভাবে জেলে বন্দিদেরকে বলা যে তারা মুক্ত হবে৷”

অন্ধদের দৃষ্টি দিতে

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “যারা অন্ধ তারা তাদের দৃষ্টি পাবে৷”

দলিতদের মুক্ত করতে

তা হল, “সেই লোকেদের যারা জীবনে অন্যায় সহ্য করেছে৷

ঈশ্বরের অনুগ্রহের বছর

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “সেই সময়কাল যখন ঈশ্বর আমাদের উপর দয়ালু হবেন” বা, “সেই সময় যখন প্রভু আমাদের উপর অনুগ্রহ করবেন৷”