bn_obs-tn/content/26/01.md

2.0 KiB

শয়তানের প্রলোভনে বিজয়ী হওয়ার পর, যীশু পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হয়ে গালীল প্রদেশে ফিরে আসেন

আপনি এটিকে দুটি বাক্যে পরিনত করতে পারেন আর বলতে পারেন যে, “যীশু কোনো ভুল করলেন না যা শয়তান তাকে করানোর চেষ্টা করছিল আর তিনি [যীশু] তাকে পরাজিত করলেন৷ তার পর যীশু ফিরে এলেন৷” “বিজয়ী হওয়া” শব্দটিকে “বিরোধ করা” বা, “তিরস্কার করা” বা, “প্রতিরোধ করা” শব্দ দ্বারা অনুবাদ করা যেতে পারে৷

পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হয়ে

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “পবিত্র আত্মার শক্তি তাঁর মধ্যে দিয়ে কার্য করছিল” বা, “আর পবিত্র আত্মা তাঁকে শক্তিশালীভাবে পরিচালনা করছিলেন৷”

এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন

তা হল, তিনি “বিভিন্ন নগরে আর অন্যান্য জায়গায় যেতেন আর সেখানকার লোকেদের শিখাতেন৷”

সবাই

তা হল, “প্রত্যেকে যারা তাঁকে জানত বা তাঁর বিষয়ে শুনেছিল৷”

তাঁর বিষয়ে ভালো বলত

তা হল, “তাঁর বিষয়ে ভালো ভালো কথা বলত৷”