bn_obs-tn/content/25/04.md

1019 B

নিজেকে উপর থেকে ফেলে দেন

তা হল, “ইমারতের থেকে নিচে ভূমিতে ঝাঁপ দিন৷”

কেননা লেখা আছে

তা হল, “একটি ঈশ্বরের ভাববাদী বহুকাল পূর্বে লিখেছিলেন৷”

যেন আপনার পায়ে পাথরের আঘাত না লাগে

এর অর্থ হল, “যেন আপনার কোনোও রকম আঘাত না লাগে; এমনকি পাথরের দ্বারা আপনার পায়েও কোনো আঘাত না হয়৷” এটিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “যেন আপনার পায়েও কোনো পাথরের দ্বারা আঘাত না লাগে; আপনার যেন কোনভাবে আঘাত না লাগে৷”