bn_obs-tn/content/24/06.md

1.2 KiB

ওই সেই

কিছু কিছু ভাষায় এটি হবে, “এই সেই” বা, “সেই পুরুষটি হল৷”

ঈশ্বরের মেষ শাবক

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “ঈশ্বরের তরফ থেকে মেষ শাবক” বা, “ বলিদানের মেষ শাবক যা ঈশ্বর প্রদান করেছেন৷” যীশু হলেন পাপের জন্য সর্বোত্তম বলি যাকে প্রদান করার বিষয়ে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন৷ পুরনো নিয়মের মেষ শাবকের বলিদানের সেই চিত্রটিকে তিনি পূর্ণ করেন৷

নিয়ে নেবেন

যীশুর বলিদানটি এমনভাবে দেখাবে ঈশ্বররের কাছে যেন আমাদের পাপের কখনো অস্তিত্বই ছিল না৷

পৃথিবীর পাপ

তা হল, “পৃথিবীর লোকেদের পাপ৷”