bn_obs-tn/content/24/01.md

1.7 KiB

নির্জনপ্রদেশ

তা হল, “মরুভূমি” বা, “একটি নির্জন, মরু স্থল৷” এই এলাকায় খুবই কম লোকজন বাস করত৷

বন্য মধু

এই মধুটি ছিল বন্যের মধুমাছিদের প্রাকৃতিক উৎপাদন; এটি লোকেদের চাষ করা মধু ছিল না৷ যদি লোকেরা এমনটাই বোঝে “মধু” শব্দটি থেকে তাহলে আপনাকে এটিকে “বন্য” বলার প্রয়োজন নেই৷

পঙ্গপাল

এগুলো ছিল বড় বড়, লাফিয়ে বেড়ানো ও পাখনা বিশিষ্ট পতঙ্গ৷ যে লোকজন মরুস্থলে থাকে তারা সেগুলোকে আহার হিসেবে খায়৷

উটের লোম

উট হল এমন একটি পশু যার খুব শক্ত পশম বা লোম হয়৷ লোকেরা এর দ্বারা পোশাক তৈরী করে৷ এটিকে এভাবে অনুয়াব্দ করা যেতে পারে, “পশুর শক্ত পশম৷

উঠের লোমের পোশাক

তা হল, উঠের লোমের মত কাপড়৷” এই কাপড়গুলো নির্জনপ্রদেশের মত এলাকায় অন্যান্য কাপড়গুলোর ন্যায় তাড়াতাড়ি ছিঁড়ে যেত না৷