bn_obs-tn/content/23/09.md

1.9 KiB

কিছু সময় পর

এটা স্পষ্ট নয় যে জোতিষীদের তারা বা নক্ষত্রটিকে দেখার পর ও খ্রীষ্টের জন্মের কত সময় পরের কথা এখানে বলা হয়েছে, কিন্তু এটি প্রায় দু বছরের সময় কালের ব্যবধান ছিল তাদের তৈরী হতে ও বৈৎলেহমে আসতে৷

জোতিষীরা

“জোতিষীরা” সম্ভবতঃ জোতিষশাস্ত্রবিদ ছিল যারা গ্রহ ও নক্ষত্রদের অধ্যয়ন করত৷ তারা হয়ত পুরনো নিয়মের ভাববাদীদের পুস্তকও অধ্যয়ন করত যেগুলো খ্রীষ্টের জন্মের বিষয়ে ভবিষ্যৎ বাণী করেছে৷

একটি অস্বাভাবিক তারা

যে তারাটিকে তারা অনুস্মরণ করছিল সেটি কোনো সাধারণ তারা ছিল না৷ এটা এমনকিছু ছিল যা যীশুর জন্মের উপলক্ষেই আবির্ভূত হয়েছিল৷

তারা অনুভব করেছিল

কিছু কিছু ভাষা এখানে যুক্ত করতে পারে, “তাদের অধ্যয়ন থেকে, এই বিশেষজ্ঞরা উপলব্দি করেছিল৷

সেই গৃহ

তারা [মরিয়ম, যোষেফ ও যীশু] যেখানে তিনি [যীশু] জন্ম নিয়েছিলেন সেই পশু রাখার জায়গায় আর ছিলেন না৷