bn_obs-tn/content/23/06.md

1.4 KiB

তাদের মেষদের চরাছিলেন

একটি “ঝাঁক” হল মেষদের দল৷ মেষপালকেরা তাদের মেষদের দেখাশোনা করছিল, আর ক্ষতি হওয়া থেকে বা চুরি যাওয়া থেকে তাদের রক্ষা করছিল৷

এক উজ্জ্বল স্বর্গদূত

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “একটি স্বর্গদূত আলো দিয়ে ঢাকা ছিল৷” হয়ত উজ্জ্বল আলোক রাতের অন্ধিকারে আরও আলোকিত দেখাচ্ছিল৷

তাতে তারা ভয় পায়

অলৌকিক স্বর্গদূতের আবির্ভাবটি খুবই ভয়ংকর ছিল৷

ভয় পেয় না

প্রায়ই এর অর্থ হয়ে থাকে, “ভয় পাওয়া বন্ধ কর৷” যখন মেষপালকেরা স্বর্গদূতটিকে দেখল তখন তারা খুবই ভয় পেল তাই তিনি তাদের বললেন তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই৷