bn_obs-tn/content/23/05.md

1.5 KiB

থাকার কোনো জায়গা তারা পেল না

তা হল, “ভালো কোনো জায়গা পেল না৷” কেননা বৈৎলেহম তখনকার দিনে খুবিই জনঘনত্বপূর্ণ এলাকা ছিল, অতিথিদের জন্য সকল হোটেল বা থাকার জায়গাগুলো পূর্ণ হয়ে গিয়েছিল৷

পশুদের থাকার জায়গা

এটি ছিল সেই জায়গা যেখানে পশুদের রাখা হত [বলা যেতে পারে পশুশালা], এটি এমন জায়গা ছিল না যেখানে লোকেরা থাকতে পারে৷ এমন একটি শব্দের সাথে অনুবাদ করুন যা সাধারনত ব্যবহার করা হয় সেই স্থানটির জন্য যেখানে পশুদের রাখা হত৷

পশুর খাওয়ার পাত্রে

তা হল, “পশুদের খাওয়ার বাসন” বা, “পশুদের খাওয়ার জন্য কাঠের বা পাথরের তৈরী বাক্স৷” বাক্সটিতে বা পাত্রটিতে হয়ত খড়ের আঁটি ছিল যা শিশুটির শোয়ানোর জন্য বিছানার কার্য করেছিল৷