bn_obs-tn/content/23/04.md

973 B

মরিয়মের সন্তান জন্ম দেওয়ার দিন যখন কাছে এলো

তাহল, “যখন মরিয়মের গর্ভধারণের শেষ সময় হল৷”

রোমান সাম্রাজ্য

রোম তখন ইস্রায়েলকে জয় করে প্রজাদের উপর শাসন করছিল৷

জনগণনার জন্য

তা হল, “সরকারী রেকর্ডের জন্য গণনা করা হচ্ছিল” বা, “যেন সরকার তাদের নাম তালিকাভুক্ত করতে পারে” বা, “যেন সরকারের দ্বারা গণনা করা যায়৷” এই গণনাটি করা হয়েছিল সম্ভবত লোকেদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য৷