bn_obs-tn/content/22/05.md

1.1 KiB

এ কি করে সম্ভব

তা হল, “কিভাবে আমি গর্ভবতী হতে পারি?” মরিয়ম স্বর্গদূতের কথায় সন্দেহ করছিলেন না, বরং জিজ্ঞাসা করছিলেন কিভাবে এটি ঘটবে৷

পবিত্র আত্মা তোমার উপর আসবেন আর সদাপ্রভুর পরাক্রম তোমার উপর ছায়া করবে

এগুলোকে দু ভাবে বলা যেতে পারে: “কিন্তু ঈশ্বরের শক্তি,ও পবিত্র আত্মা চমৎকারভাবে তোমাকে গর্ভবতী করবেন৷” নিশ্চিত হন যে এই বাক্যটিকে এমনভাবে অনুবাদ করবেন যেন তা কোনোভাবে এমন না শোনায় যে কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল৷ এটি ছিল একটি চমৎকার৷