bn_obs-tn/content/22/01.md

1.3 KiB

তার লোকেদের

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “তার প্রজা, ইস্রায়েলীয়” বা “তার প্রজা, ইহুদি লোকজন৷” কিন্তু তখনই অতিরিক্ত তথ্যটিকে অন্তর্ভুক্ত করুন যদি এটি স্পষ্ট না হয় যে কারা এই লোকজন৷

400 বছর পেরিয়ে গিয়েছিল

এটিকে অন্যভাবে বললে এটি হবে, “400 বছর পেরিয়ে গল” বা “ 400 বছর হয়েছিল৷” পুরনো নিয়মের শেষ ভাববাদী মালাখি পর 400 বছর পেরিয়ে গেল৷

যখন তিনি তাদের সাথে কোনো কথা বলেননি

তা হল, “এই সময়কালে ঈশ্বর কোনো সংবাদ তাঁর ভাববাদীদের দেন নি তাঁর প্রজাদের জন্য৷”

ভক্তিশীল মানুষ

তা হল, “সেই লোকজন যারা ঈশ্বরের আজ্ঞাকারী ছিলেন৷”