bn_obs-tn/content/21/13.md

1.3 KiB

কোনো পাপ থাকবে না

এটাকে এভাবেও অনুবাদ করা যেতে পারে যেমন “তিনি কখনোও পাপ করবেন না ৷”

অন্যদের জন্য পাপের শাস্তি গ্রহণ করে

তা হল, “সেই শাস্তিকে নিজের উপর নিয়ে নেওয়া যা অন্যরা পাওয়ার যোগ্য ছিল” বা, “অন্যদের জায়গায় তাকে শাস্তি দেওয়া হল৷”

ঈশ্বরের যোজনা

তা হল, “এটি ঈশ্বরের পরিকল্পনাটিকে পূর্ণ করবে৷” এই বাক্যাংশটির অর্থ হল যে খ্রীষ্টের মৃত্যুই ছিল যা ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যেন লোকেদের পাপের জন্য তাকে বলি চড়ানো যেতে পারে৷

চূর্ণ

তা হল, “সম্পূর্ণরূপে নষ্ট করা,” “হত্যা করা” বা, “সম্পূর্ণরূপে ধ্বংস করা৷”