bn_obs-tn/content/21/11.md

1.7 KiB

খ্রীষ্টকে কোনো কারণ ছাড়া অন্যদের দ্বারা ঘৃণিত ও তিরস্কৃত হতে হবে

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “ঘৃণিত ও তিরস্কৃত হতে হবে, যদিও তিনি কিছুই অন্যায় করবেন না” বা “যদিও তিনি নির্দোষ হবেন৷”

ভবিষ্যৎবাণী

এর অর্থ হল তারা সেসব বিষয়ে যা ভবিষ্যতে ঘটবে বলে দিয়েছিলেন৷ অন্য শব্দে “পূর্বেই অনুমান করে নেওয়া” আর “ভবিষ্যৎ বাণী বলা৷”

তার পোশাকের জন্য জুয়া খেলবে

তা হল, “সুযোগের একটি খেলা খেলবে এটি নিশ্চিত করতে যে কে তার পোশাক নেবে৷”

সখরিয়

সখরিয় হলেন পুরনো নিয়মের একজন ভাববাদী যিনি ঈশ্বরের প্রজাদের নির্বাসন থেকে প্রতিজ্ঞার ভূমিতে ফিরে আসার সময় ভাববাণী বলেছিলেন৷ এটি ছিল খ্রীষ্ট আসার 500 বছর পূর্বে৷

তিরিশটি রুপার মুদ্রা

সেই সময়ে, এর এক একটি মুদ্রার মূল্য ছিল এক ব্যক্তির চার দিনের মজুরি৷