bn_obs-tn/content/21/10.md

1.6 KiB

চূর্ণ হৃদয়ী লোকেদের

এই অভিব্যক্তিটি উল্লেখ করে সেই লোকেদের যারা অত্যন্ত মর্মান্তিক বেদনায় রয়েছে৷

বন্দিদের জন্য স্বাধীনতা ঘোষণা করবেন

তা হল, “গুলামদের বলতে যে তারা স্বাধীন হবে৷” এটি আরও উল্লেখ করে মানুষের পাপ থেকে মুক্তি করাকে৷

বন্দিদের মুক্ত করবেন

তা হল, “তিনি তাদের সতন্ত্র করবেন যাদের অন্যায় ভাবে জেলে বন্দী করে রাখা হয়েছে৷” এটি আরও উল্লেখ করে মানুষের পাপের জাল থেকে মুক্তি করাকে৷

যারা শুনতে, দেখতে, বলতে বা হাঁটতে পারেনা

এটা বলা যথার্থ হতে পারে, “যারা শুনতে পায় না, যারা দেখতে পায় না, যারা কথা বলতে পারে না, বা যারা হাঁটতে পারে না৷” কিছু কিছু ভাষাতে এই পরিস্থিতির জন্য বিশেষ শব্দসমূহ রয়েছে, যেমন “বধির” আর “অন্ধ৷”