bn_obs-tn/content/21/08.md

1.1 KiB

পূর্বপুরুষ দায়ূদের সিংহাসনে বিরাজমান হবেন

একটি সিংহাসন হল এমন কেদারা বা চ্যেয়ার যার উপর অনুষ্ঠানের সময় বসা হয় একজন রাজা বা রানীর জন্য যা তাদের ক্ষমতাকে প্রদর্শিত করে৷ এই অভিব্যক্তিটিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “তার পূর্বপুরুষ দায়ূদের ন্যায় তিনি ক্ষমতার সাথে শাসন করবেন” বা, “রাজা দায়ূদের উত্তরাধিকারী হবেন আর ঈশ্বরের প্রজাদের উপর রাজত্ব করতে থাকবেন৷”

সমগ্র বিশ্বের

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে,