bn_obs-tn/content/21/07.md

1.7 KiB

লোকেদের হয়ে

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “লোকেদের লাভের জন্য” বা, “লোকেদের জায়গায় হয়ে/ থেকে৷”

তাদের পাপের শাস্তির এক পরিপূরকরূপে

ঈশ্বর লোকেদের তাদের পাপের জন্য পশুদের বলি দিতে অনুমতি দিয়েছিলেন সেই পাপকে স্মরণ করাতে, যে তারা মৃত্যুর যোগ্য আর তারা তাদের পাপ থেকে মুক্ত হতে ঈশ্বরের উপর নির্ভরশীল৷ ঈশ্বর এই বলিগুলো গ্রহণ করতেন পাপের অস্থায়ী আচ্ছাদনরূপে ,আর লোকেদের সেগুলোর জন্য দণ্ড দিতেন না৷

সর্বোৎকৃষ্ট মহাযাজক

অন্য মহাযাজকদের তুলনায়, খ্রীষ্ট কোনদিনই পাপ করবেন না, আর তিনি স্থায়ীভাবে লোকেদের উপর থেকে সকল পাপ নিয়ে নেবেন৷

নিজেকে উৎসর্গ করবেন

তা হল, “নিজেকে বলিরূপে হত্যা করার অনুমতি দেওয়া৷”

নিখুঁত বলিদান

তা হল, “একটি বলি যাতে কোনো খুঁত থাকবে না৷”