bn_obs-tn/content/21/06.md

598 B

সর্বত্তোম ভাববাদী

খ্রীষ্ট একজন ভাববাদী হবেন যিনি ঈশ্বরের বাধ্যতায় সিদ্ধ হবেন, যিনি ঈশ্বরের দেওয়া সকল বাক্য লোকেদের দেবেন৷ তিনি লোকেদের কাছে ঈশ্বরকে সঠিকভাবে প্রস্তুত করবেন, তাদের ঈশ্বরের বিষয়ে জানতে ও বুঝতে সাহায্য করবেন৷