bn_obs-tn/content/21/05.md

2.8 KiB

যিরমিয়ের দ্বারা, ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে“সেই সমাচারের মাধ্যমে যা ঈশ্বর যিরমিয়কে দিয়েছিলেন, ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন” বা, “ভাববাদী যিরমিয় লোকেদের ঈশ্বরের প্রতিজ্ঞাটিকে বলেছিলেন৷”

কিন্তু তা সীনয়

পর্বতে ইস্রায়লীয়দের সাথে ঈশ্বরের করা নিয়মের মত নয় নতুন নিয়মটি সত্যি সত্যিই খুবিই প্রভাবশালী হবে৷ খ্রীষ্টের নিজেকে বলিদান চড়ানোর ভিত্তিটির উপর যেকেউ বিশ্বাস করবে সেই লোকেরা সত্য সত্যই ঈশ্বরকে জানবে, তারা তাঁর প্রজা হয়ে বাঁচবে, আর তিনি তাদের পাপ সকল ক্ষমা করেদেবেন৷

ঈশ্বর লোকেদের হৃদয়ে তাঁর ব্যবস্থা লিখবেন

এই রূপকটির অর্থ হল, “ তাঁর নিয়ম ব্যবস্থা বুঝতে আর সেটি সততার সাথে আজ্ঞাকারী হতে লোকেদের সাহায্য করা”৷ যদি সম্ভব হয়, লেখার চিত্রটিকে তাদের হৃদয়ে রাখুন, যেহেতু যে মাধ্যমে ঈশ্বর তাঁর ব্যবস্থা ইস্রায়েলীয়দের জন্য পাথরের ফলকে লিখেছিলেন তার থেকে এটি ভিন্ন৷ যদি তা সম্ভব না হয়, তাহলে আপনি কেবল তার অর্থটিকেই অনুবাদ করুন৷

তারা হবে তাঁর প্রজা

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “তাঁর বিশেষ প্রজা হবে” বা, “তাঁর অনুগ্রহ প্রাপ্ত লোকজন হবে৷”

নতুন নিয়ম স্থাপন করবে

তা হল, “নতুন নিয়মকে প্রভাবশালী করার সেই ব্যক্তি হবেন” বা, “নতুন নিয়মকে তার প্রজাদের কাছে নিয়ে আসবেন৷”