bn_obs-tn/content/21/01.md

1.6 KiB

আরম্ভের শুরু থেকেই

তা হল, তখন থেকে যখন পৃথিবীকে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল৷

সাপের মাথা থেতলে ধ্বংস করবেন

যতক্ষণ পর্যন্ত না বিষাক্ত সাপটিকে থেতলে ধ্বংস করা হবে, ততক্ষণ সাপটি লোকেদের ক্ষতি করতে থাকবে৷ “থেতলে দেওয়া”র জন্য একটি শব্দের প্রয়োগ করুন যা এর [সাপটির] মাথাটিকে ধ্বংস করাকে ব্যক্ত করবে৷”

সাপ/ শয়তান

শয়তান হবার সাথে একটি সাপের রূপ নিয়ে কথা বলেছিল৷ এর অর্থ এ নয় যে সে এখন একটি সাপ৷ এটিকে এভাবে অনুবাদ করা যেতে, “সাপটি ছিল/ শয়তানের একটি আবির্ভাবের আকার৷”

যে হবাকে ছলনা করেছিল

তা হল, “যে হবাকে মিথ্যে বলেছিল৷” সাপটি হবাকে মিথ্যে বলার দ্বারা ঈশ্বর যা বলেছিলেন তার উপর সন্দেহ করিয়েছিল আর ঈশ্বরের অনাজ্ঞাকারী করতে তার সাথে ছলনা করেছিল৷