bn_obs-tn/content/20/13.md

1.9 KiB

লোকেরা

তা হল, ইস্রায়েলীয়রা, যারা হল যাকোবের বংশসমূহ, যাদের এখন ইহুদি বলা হত৷

দেওয়াল

দেওয়ালটি খুব মোটা ছিল (2.5 মিটার) আর আক্রমনকারীদের থেকে নগরকে রক্ষা করার জন্য নির্মান করা হয়েছিল৷

অন্যদের দ্বারা শাসিত হল

তা হল, অন্য দেশ তাদের শাসন করত৷ ইহুদিরা এই সময়ে পারস্যদের দ্বারা শাসিত হচ্ছিলো, আর পরে অন্যান্য রাষ্ট্রের দ্বারাও শাসিত হয়েছিল৷

আবার একবার

কিছু কিছু ভাষাতে এটিকে এভাবে অনুবাদ করার প্রয়োজন হতে পারে, “এখন” বা, “যেমন তাদের পূর্বপুরুষেরা করেছিল” বা, “ঠিক যেমনটি তারা নির্বাসনে যাওয়ার পূর্বে করেছিল৷”

মন্দিরে আরাধনা করা শুরু করল

তারা যীহোবা যিনি হলেন কেবল সত্য ঈশ্বর তাঁকে আরাধনা করলো, সেই মন্দিরে যেটি তারা পুনঃ নির্মান করেছিল৷

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷