bn_obs-tn/content/20/11.md

1.9 KiB

সত্তর বছর পর

এটি সেই সত্তর বছরকে উল্লেখ করে যা এখন পেরিয়ে গিয়েছে যখন ব্যাবিলনে ইস্রায়েলীয়দের নির্বাসনে নিয়ে যাওয়া হয়েছিল৷

কোরস

কোরসকে “মহান কোরস” বলা হত৷ “কোরস” নামের পারস্য ভাষায় অর্থ হল “সূর্যের তুল্য” ৷ যাইহোক, যেহেতু কোরস ছিলেন ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই কেবল তার নামের অনুবাদ করার চেয়ে, তার নামটিকে বর্নান্তরিত করাটা উত্তম হবে৷

পারস্য

পারস্য সাম্রাজ্য মধ্য এশিয়া থেকে মিশর পর্যন্ত বিস্তৃর্ণ এলাকাকে বিস্তার করেছিল৷ এর মুখ্য এলাকাটি ছিল বর্তমানের ইরান দেশের সাধারণ এলাকাটি৷

ইস্রায়লীয়দের এখন ইহুদি বলা হত

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “লোকেরা এখন ইস্রায়েলীয়দের “ইহুদি” নামে অভিবাদন করত৷

যিহুদা দেশের কথা

তা হল, এটি হল সেই অঞ্চল যেখানে নির্বাসনের পূর্বে যিহুদার রাজ্য অবস্থিত ছিল৷ যেরুশালেম ছিল যিহুদা রাজ্যের রাজধানী৷