bn_obs-tn/content/20/01.md

930 B

সেই নিয়ম ভাঙ্গলো

তা হল, “সীনয় পর্বতে তাঁর স্থাপিত নিয়মে তাদেরকে দেওয়া ঈশ্বরের অদেশগুলোকে অমান্য করা হয়েছিল৷”

তাদের অনুশোচনা করার জন্য ও ঈশ্বরের আরাধনা পুনরায় করার জন্য বলতো

অন্যভাবে এটিকে অনুবাদ করলে তা হবে, “তাদেরকে পাপ করা বন্ধ করতে আর যী হোবা ঈশ্বরকে অন্যান্য দেবদেবীদের ছেড়ে আরাধনা করতে বলতেন, আর বলতেন যে, তা না করলে ভয়ানক কিছু তাদের সাথে ঘটবে৷”